সরকার সর্বদাই নাগরিকদের জীবন যাপনের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে থাকে। বিশেষ করে মহিলা এবং ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প নিয়ে আসে তারা। মহিলাদের জন্য তেমনই একটি প্রকল্প হল Free Solar Chulha স্কিম। এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা বিনামূল্যে সৌর চুলা পাবেন। যে স্টোভ গুলির বাজার মূল্য ১২,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
এই রিচার্জেবল এবং ইনডোর সোলার স্টোভ গুলিকে সরকার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে তৈরি করছে। যারা এখন তিন ধরনের সোলার স্টোভ প্রস্তুত করে থাকে। একটি হলো ডাবল বার্নার সোলার কুকটপ, সিঙ্গেল বার্নার সোলার কুকটপ, ডাবল বার্নার হাইব্রিড কুকটপ। দেখে নেওয়া যাক এই স্কিমে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
Free Solar Chulha য় আবেদন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। প্যান কার্ড, আঁধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক একাউন্ট পাসবুক, এবং বৈধ মোবাইল নম্বরের প্রয়োজন হবে।
কোথা থেকে কিভাবে আবেদন করবেন?
Free Solar Chulha র জন্য আবেদন ইন্ডিয়ান অয়েল এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। জন্য আপনি প্রথমে ইন্ডিয়ান অয়েল এর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে যান। তারপর আবেদন ওপেন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফিলাপ করুন। যদিও এই নিবন্ধের নিচে সরাসরি আবেদন লিঙ্ক দিয়ে দেওয়া হল। আপনারা সেই লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করুন। নিচে স্টেপ গুলিকে আলোচনা করা হল।
ইন্ডিয়ান অয়েল এর অফিসিয়াল ওয়েবসাইট – হোম পেজে প্রবেশ করে সোলার কুকিং স্টোন – অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন – সমস্ত কিছু হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করে ফর্ম জমা করুন।
আবেদন লিংক – Click Here