Vidyadhan Scholarship: মেধাবী ছাত্র-ছাত্রীদের কথা ভেবে চালু করা হয়েছে স্কলারশিপ। সরকারি বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে, তেমনি একটি স্কলারশিপ হল বিদ্যাধন স্কলারশিপ। আসুন জেনে নিন এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিতভাবে।
বিদ্যাধন স্কলারশিপ (Vidyadhan Scholarship) কী?
প্রতিবছরের এই বিদ্যাধন স্কলারশিপ দেওয়া হয় এ বছরও তার অন্যথা হয়নি। সরোজিনী দামোদরণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বিদ্যাধন স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এটি একটি বেসরকারি স্কলারশিপ কিন্তু মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
আরও পড়ুন – প্রধানমন্ত্রীর নতুন স্কলারশিপ স্কিম! দ্বাদশ শ্রেণী পাশ করলেই পাবেন ২৫০০ ও ৩০০০ টাকা
বিদ্যাধন স্কলারশিপের যোগ্যতা
নূন্যতম মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীরা এই বিদ্যাধন স্কলারশিপে বা Vidyadhan Scholarship আবেদনের যোগ্য। প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর হতে হবে ৮০ শতাংশের ওপরে। অর্থাৎ ৭০০ নম্বরের মধ্যে ৫৬০ এর ওপরে নম্বর থাকতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া : বিদ্যাধন স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই দুই টেস্টে উত্তীর্ণ হতে পারবেন তারাই স্কলারশিপে যোগ্য বলে নির্বাচিত হবে।
বিদ্যাধন স্কলারশিপের বৃত্তির পরিমাণ – এই স্কলারশিপ এ যে পড়ুয়ার নির্বাচিত হবেন তারা একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ার উদ্দেশ্যে বছরে অনুদান পাবেন ১০০০০ টাকা করে অর্থাৎ দু বছরে তারা পাবে মোট ২০০০০ টাকা অনুদান।
বিদ্যাধন স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
Vidyadhan Scholarship স্কলারশিপের আবেদনের জন্য যে সমস্ত নথি গুলি প্রয়োজন সেগুলি হল:
- মাধ্যমিকের মার্কশিট
- আবেদনকারীর আধার কার্ড
- পরিবারের ইনকাম সার্টিফিকেট
- বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি
- আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- প্রতিবন্ধী পড়ুয়াদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সার্টিফিকেট আবশ্যিক।
আবেদনের পদ্ধতি
বিদ্যাধন স্কলারশিপের (Vidyadhan Scholarship 2024) আবেদন করবার জন্য সমস্ত পদ্ধতিটি অনলাইনের মাধ্যমে করতে হবে।
- এই স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট টি হল https://www.vidyadhan.org/register/student
- অফিসিয়াল ওয়েবসাইট এ যাওয়ার পর সেখানে আবেদনকারীর নাম ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে
- পরবর্তী ধাপে আবেদনকারী উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
- সমস্ত কিছু আপলোড করার পর সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আবেদনকারীর কাছে একটি মেসেজ আসবে আবেদনটি সফল হয়েছে বলে।
আরও পড়ুন – ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অফলাইনের মাধ্যমে আবেদন ।
বিদ্যাধন স্কলার্শিপের আবেদনের শেষ তারিখ: স্কলারশিপের আবেদন করবার প্রক্রিয়া, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ হল ১০ই জুলাই ২০২৪।
ইতিমধ্যে অনলাইন টেস্টের ডেটও নির্ধারিত করা হয়ে গিয়েছে। এমনকি ইন্টারভিউয়ের ডেট ও বিজ্ঞপ্তিতে জানানো রয়েছে ২১শে জুলাই অনলাইন টেস্ট এবং ৯ ই আগস্ট ২০২৪ ইন্টারভিউয়ের দিন নির্ধারণ করা হয়েছে, এছাড়াও কোন আবেদনকারীর যদি কিছু জানতে হয় তার জন্য দেওয়া হয়েছে একটি ওয়েবসাইট ও ফোন নাম্বার যাতে কল করে সহজেই সকল তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা।
ওয়েবসাইট টি হল [email protected] এবং হেল্পলাইন নম্বরটি হল ৯৬৬৩৫১৭১৩১, আশা করা যায় সমস্ত প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে এই স্কলারশিপ সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মাবে।
আবেদন Website – Click Here
Official Notification – Click Here