Anganwadi Assistant Recruitment – অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ। আবেদনের শেষ তারিখ ০২/০৮/২০২৪

Rate this post


Anganwadi Assistant Recruitment – শিশু বিকাশ আধিকারিকদের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এক বিরাট ঘোষণা। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের আশ্বাস, চাকরিপ্রার্থীদের মুখে তাই খুশির হাওয়া। চাকরির দুনিয়ায় যেভাবে দুর্নীতি চলছে তাতে করে রাজ্যে চাকরির অবস্থা ভীষণ করুন,এরই মাঝে অঙ্গনওয়াড়ির নিয়োগ বিজ্ঞপ্তি যেন একটু স্বস্তি দিল চাকরি প্রার্থীদের। চলুন দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি, বয়স, যোগ্যতা, মোট শূন্য পদ মাসিক বেতন সম্পর্কে বিস্তারিতভাবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ ( Anganwadi Assistant Recruitment )

পদের নাম : অঙ্গনওয়াড়ি সহায়িকা ।
শূন্য পদ : মোট ২৪টি শূন্য পদ রয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়া চলছে।
বিজ্ঞপ্তি নম্বর : ২৭৫/বি.আর/আইসিডিএস(মেইন)
বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ: ০৮/০৭/২০২৪
বয়স সীমা: অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের জন্য আবেদনকারী সর্বোচ্চ বয়স ৬৫ বছর হতে হবে। আবেদনকারীর বয়সটি ১-৭-২০২৪ তারিখ অনুযায়ী গণনা করা হবে।

আরও পড়ুন – প্রধানমন্ত্রীর নতুন স্কলারশিপ স্কিম! দ্বাদশ শ্রেণী পাশ করলেই পাবেন ২৫০০ ও ৩০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেটি সরকার দ্বারা স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে পাস করার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

মাসিক বেতন: শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Assistant Recruitment) পদের ক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থীরা মনোনীত হবেন তাদের মাসিক সাম্মানিক ভাতা ধার্য করা হয়েছে ৪৫০০ টাকা এছাড়া অতিরিক্ত ভাতা হিসেবে মাসিক ৪৫০০ টাকা করে ধার্য করা হয়েছে। এছাড়াও যারা এ সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক তাদের বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।

আবেদনের পদ্ধতি

সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হবে। প্রথমেই অনলাইনের মাধ্যমে আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করা হয়ে গেলে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করা হয়ে গেলে ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সংযোজিত করে একটি খামে মুড়ে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন – জেলার ভূমি ও ভূমি সংস্করণ অফিসের ক্লার্ক পদে কর্মী নিয়োগ, কন্ট্রাক্টচুয়ালের ভিত্তিতে।

আবেদনের ঠিকানা

শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, বালুরঘাট (গ্রামীন), সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প (মেইন), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর চাকরির বাজারে এ যেন এক সুবর্ণ সুযোগ চাকরির প্রার্থীদের জন্য কারণ যে হারে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তাতে ন্যূনতম মাধ্যমিক পাশে এমন চাকরির সুযোগ হাতছাড়া করা নেহতই বোকামি তাই আজই আবেদন করে ফেলুন এবং নিজের ভবিষ্যৎ জীবনের স্বনির্ভর হওয়ার পদক্ষেপে আরো এক পা এগিয়ে থাকুন।

নিয়োগ পদ্ধতি: অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে।
আবেদনের তারিখ: ০৯/০৭/২০২৪
আবেদনের শেষ তারিখ: ০২/০৮/২০২৪

Official Notification – Click Here
Application From – Click Here

Leave a Comment