মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি খুশির খবর। দীর্ঘদিন অপেক্ষার পর মাধ্যমিক শেষ হওয়ার ৮০ দিনের মাথায়, পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। আগামীকাল অর্থাৎ ২রা মে সকাল ৯ টার সময় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার 2024 এর ফল প্রকাশ করা হবে। তারপর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে অনলাইনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে দেখবেন? কোন ওয়েবসাইট দিয়ে দেখবেন? নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন?
প্রথমে আপনাকে wbresults.nic.in সাইটে যেতে হবে। এরপর আপনাকে Madhyamik Outcome 2024 অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। নতুন পেজে আপনাকে লগইন হওয়ার অপশন দেওয়া হবে। লগইন করার জন্য আপনার মাধ্যমিকের রোল নাম্বার এবং জন্মের তারিখ চাইবে। তারপর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে আপনার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দেবে।
কোন কোন ওয়েবসাইট দিয়ে দেখতে পারবেন?
যে সমস্ত ওয়েবসাইট দিয়ে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন সেগুলো হল- wbresults.nic.in, www.indiaresults.com, www.exametc.com, www.effects.siksha, www.fastresult.in। এই ওয়েবসাইট গুলো ছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে আপনি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।