ফের রাজ্যের আদালতে গ্রুপ C ও D পদে নিয়োগ, যোগ্যতা দরকার অষ্টম পাশ

Rate this post

রাজ্যের জেলা আদালতে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রীতি কালিম্পং জেলা আদালতের পক্ষ থেকে, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মোট ০৬ ধরণের পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতাতেও আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। কি কি পদে নিয়োগ করা হবে? বয়সসীমা কি লাগবে? কিভাবে আবেদন জানাবেন? ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো জেনে নিন।

ভ্যাকেন্সি ডিটেলস – সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ-C ও গ্রুপ-D পোস্টে নিয়োগ করা হবে। সব পদ মিলিয়ে মোট শুন্যপদ রয়েছে ৩৭ টি। যে যে পদে নিয়োগ করা হবে সেই পদ গুলোর নাম হলো: English Stenographer, Lower Department Clerk, Procedure Server, Oderly/ Place of job/ Peon/ Farash, Night time Guard, Sweeper।

আবেদনের জন্য যোগ্যতা – ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে, অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে। আবেদন জানানোর জন্য যোগ্য বয়সসীমা হলো ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের দিক থেকে কিছুটা ছাড় দেওয়া রয়েছে। ভিন্ন ভিন্ন পদ থাকার কারণে প্রতিটি পদে আলাদা আলাদা যোগ্যতা ও বয়সসীমার দরকার। ভালো করে জানতে হলে অফিশিয়াল নোটিশটি পড়ে নেবেন।

মাসিক বেতন – উল্লিখিত পদ গুলোতে চাকরি পাওয়া কর্মচারীদের, ১৭ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া শুরু হবে। কোন পদে কত টাকা করে বেতন দেওয়া হবে, অফিশিয়াল নোটিশটি পড়ে জেনে নেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ – অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর শেষ তারিখ হলো ১৭ই মে ২০২৪।

আবেদন মূল্য – আবেদনের জন্য প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে। কোন পদে কত টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে, ভালো করে জানতে হলে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।

আবেদন প্রক্রিয়া – প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেবে। ফর্মটি ফিলাপ করে দরকারি ডকুমেন্টস গুলো উপলোড করে দেবেন। তারপর আবেদন মূল্য জমা দিয়ে, ফর্মটি সাবমিট করে দেবেন। আবেদন জানানোর পূর্বে অফিশিয়াল নোটিশটি পড়ে নেবেন।

Official Notification – Click Here

Official Website – Click Here

Leave a Comment