রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশে আবেদন করুন। Railway Ticket Halt Contractor Recruitment

Rate this post


Railway Ticket Halt Contractor Recruitment – আমরা সকলেই জানি রাজ্যে এখন চাকরি পাওয়ার অনেক দুষ্কর । যে কটা চাকরি খবর বেরোচ্ছে তা কোনো না কোনো দুর্নীতির কারণে পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। যার কারণে চাকরি প্রার্থীরা দিনের পর দিন হতাশায় ভুগছে। তবে আর নেই চিন্তা আজ আপনাদেরকে এমন একটি চাকরির খবর দেবো যেখানে মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন।

এই চাকরি হয়তো কিছুটা বেকারত্ব দূর করতে পারে তাই অযথা সময় নষ্ট না করে প্রতিবেদনটি দেখুন। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? কোথায় আবেদন করবেন? কিভাবে হবে এই নিয়োগ? ও আবেদনের শেষ তারিখ ও আবেদন শুরুর তারিখ ইত্যাদি বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি পর্যন্ত পড়বেন।

রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ (Railway Ticket Halt Contractor Recruitment 2024)

Employment No CW/388/Halt/Bahirgachhi (BHGH)
মোট শূন্যপদ অফিশিয়াল নোটিফিকেশন দেখুন
মাসিক বেতন Commission Payable
পদের নাম রেলে টিকিট কালেক্টর
আবেদনের শেষ তারিখ ২৩-০৮-২০২৪

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা – Railway Ticket Halt Contractor Recruitment 2024-এ পদে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন । এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে Official Notification দেখুন।
বয়সসীমা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে। অর্থাৎ আপনি যদি 18 বছর ও তার বেশি হয়ে থাকেন তাহলে আপনি এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্য। আরও বিস্তারিত জানতে Official Notification দেখুন। লিঙ্ক এই প্রতিবেদনের নিচে পেয়ে যাবেন।

আরও পড়ুন – রাজ্যের স্বাস্থ্য বিভাগে স্টাফ নিয়োগ , সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ – WB Health Job Recruitment 2024

আবেদন করার প্রক্রিয়া (How To Apply)

আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। কারণ এই পদে আবেদন করার জন্য অফলাইন প্রক্রিয়া রাখা হয়েছে। অর্থাৎ আপনাকে অফিশিয়াল নোটিফিকেশনের দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে, তাতে আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিকানা ও আপনার তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে। এবং আপনি যে তথ্যগুলো দিয়েছেন তার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি আবেদনপত্রটির সাথে স্টেপলার করে একটি খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। যে ঠিকানাটি ডিটেইলস আপনি আমাদের এই প্রতিবেদনে পেয়ে যাবেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – To The Divisional Railway Manager (Commercial), Room No. 44, Eastern Railway, Sealdah, Pin-700014

আরও পড়ুন – ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ, কোথায় কীভাবে আবেদন করবেন জানুন – KVS Recruitment 2024

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

আবেদন শেষ তারিখ ২০২৪- এর আগস্ট ২৩ তারিখ
অফিশিয়াল ওয়েবসাইট www.er.indianrailways.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF Download Now
আবেদনপত্র ডাউনলোড লিংক Click Here

Leave a Comment