PM Scholarship Scheme – প্রধানমন্ত্রীর নতুন স্কলারশিপ স্কিম! দ্বাদশ শ্রেণী পাশ করলেই পাবেন ২৫০০ ও ৩০০০ টাকা

Rate this post


PM Scholarship Scheme 2024 : ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক স্কলারশিপ স্কিম চালু করেছে।প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী এই স্কলারশিপের সুবিধা ভোগ করেন। বেশিরভাগ বৃত্তি প্রকল্প সম্পর্কে আমাদের জানা থাকে। তবে সম্প্রতি নতুন একটি স্কলারশিপ স্কিম চালু হয়েছে (PM Scholarship Scheme 2024) এই প্রকল্পে দ্বাদশ শ্রেণী পাশে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারেন ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন (PM Scholarship Scheme)। তবে তার আগে জেনে নিতে হবে এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, সবিস্তারে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

PM Scholarship Scheme 2024

পিএম স্কলারশিপ স্কিমে আবেদনরত পড়ুয়াদের সরকারি তরফে আর্থিক সহায়তা করা হয়, যাতে তাঁরা ভবিষ্যতে ভালো করে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তাঁদের কোর্সের মেয়াদের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৫ বছরের জন্য সহায়তা মেলে। এই প্রকল্পের অধীনে ছাত্রীরা প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা এবং ছাত্ররা পাবেন প্রতিমাসে ২৫০০ টাকা। প্রতিক্ষেত্রের মতো এক্ষেত্রেও স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট মাপকাঠি রয়েছে।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গের স্কুলে নতুন করে ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগ।

‘পিএম স্কলারশিপ স্কিমের’ আবেদন যোগ্যতা

  • ১) এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষার্থীকে একটি স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। ‌
  • ২) আবেদনকারী শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে উচ্চ কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষার অধীনে। ‌
  • ৩) আবেদনকারী শিক্ষার্থীকে স্বীকৃত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অথবা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অধীনে একজন নিয়মিত পড়ুয়া হতে হবে। ‌
  • ৪) এই স্কলারশিপ স্কিমের আবেদনকারী শিক্ষার্থী কে একজন প্রাক্তন RPF বা RPSF কর্মী পরিবার এর সদস্য হতে হবে। যদি কোন কারণে কর্মী মারা যান, তবে তাঁর বিধবা স্ত্রীও এই সুবিধা পাবেন।
  • ৫) এই স্কলারশিপ স্কিমে আবেদনকারী পড়ুয়ার দ্বাদশ শ্রেণীতে ৬০ শতাংশের অধিক নম্বর থাকতে হবে।

আরও পড়ুন – জেলার ভূমি ও ভূমি সংস্করণ অফিসের ক্লার্ক পদে কর্মী নিয়োগ, কন্ট্রাক্টচুয়ালের ভিত্তিতে।

‘পিএম স্কলারশিপ স্কিমে’ (PM Scholarship Scheme) আবেদন পদ্ধতি

১) স্কলারশিপে আবেদন করতে হলে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে হবে। ‌
২) তারপর সেখান থেকে স্কলারশিপের ‘PM Scholarship Scheme’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর শিক্ষার্থীকে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর Continue বটনে ক্লিক করে ক্যাপচা কোড লিখতে হবে। OTP যাচাই করতে হবে।

৪) রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আবেদনপত্রটি অনলাইনে ফিল আপ করে জমা দেবেন। এর সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি জমা দিতে হবে। সবশেষে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এরপর আপনার আবেদন বিবেচনা করা হবে। আপনি যদি যোগ্য হন, তবে আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে স্কলারশিপ এর অর্থ।

Official Website – Click Here

Leave a Comment