DM অফিসে গ্রুপ C পদে নিয়োগ শুরু হয়েছে। DM Office clark Recruitment 2024

Rate this post


DM Office clark Recruitment 2024 – পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন সুযোগ এসেছে! ডিএম অফিস গ্রুপ সি বা Group -C পদে নিয়োগের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডিএম অফিসের তরপ থেকে । ডিএম অফিস গ্রুপ সি বা Group -C পদে নিয়োগ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের জন্য বিস্তারিত তথ্য তুলে ধরলাম এই প্রতিবেদনে, যার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, আবেদন প্রক্রিয়া ও নিয়োগের নিয়মাবলী ইত্যাদি। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরে আবেদন করুন এবং এই সুযোগটি হাতছাড়া করবেন না।

DM অফিসে গ্রুপ C পদে নিয়োগ (DM Office clark Recruitment 2024)

Employment No Estt/318(20)/2024
মোট শূন্যপদ অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন
মাসিক বেতন ১০,০০০/- হাজার টাকা
আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা, এবং বেসিক কম্পিউটার জানতে হবে।
বয়সসীমা – ১ই আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।

আরও পড়ুন –রাজ্যের ব্লকে ব্লকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ , মাসিক বেতন ১৫ হাজার টাকা। WB Job Vacancy 2024

আবেদন করার প্রক্রিয়া (How To Apply)

DM Office clark Recruitment 2024-এর এই নিয়োগটিতে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে,

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে, অথবা এই প্রতিবেদনের নিচেও আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।
  2. আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
  3. পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলির কপি যুক্ত করতে হবে।
  4. আবেদনপত্র সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি একটি খামে ভরে, স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আরও পড়ুন – মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা –  Chairman, District Level Selection Committee & District Magistrate, Alipurduar of Office of the District Magistrate, Establishment section, 1″ Floor (Room No. 108), Doarskanya, Alipurduar,”

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

আবেদনপত্র জমার শেষ তারিখ ২৭ আগস্ট, ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট www.alipurduar.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF Download Now
আবেদন পত্র Download PDF

Leave a Comment