Madhyamik Registration 2024: মাধ্যমিকের রেজিস্ট্রেশন নোটিশ দিলো মধ্যশিক্ষা পর্ষদ।

Rate this post


Madhyamik Registration 2024: বর্তমান সময়ে দাঁড়িয়ে পড়াশোনা থেকে চাকরি সমস্ত কিছু অনলাইনের মাধ্যমেই চলছে, তাই এবার মাধ্যমিকের নিয়মে নতুন ছোঁয়া। এতদিনের চিরাচরিত নিয়ম নবম শ্রেণীতে মাধ্যমিকের রেজিস্ট্রেশন পদ্ধতি এবার অনলাইনের মাধ্যমে। ২০২৬ সালের যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের অনলাইনের মাধ্যমে এখন থেকেই রেজিস্ট্রেশন করাতে হবে। পুরাতন নিয়মকে তাই বদলে ফেলে এবার নতুন নিয়মে মাধ্যমিকের রেজিস্ট্রেশন পদ্ধতি।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে যাতে করে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আগামী ১০ই জুলাই সকাল ১১ টা থেকে ৩১ শে জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.wbbsedata.com। অফিসিয়াল ওয়েবসাইটয়ের মধ্যে গিয়ে বিস্তারিতভাবে যা কিছু জানবার সমস্তটুকুই জেনে নিতে পারেন অনায়াসেই।

আরও পড়ুন – ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগ। অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

এতদিন পর্যন্ত চিরাচরিত নিয়ম অনুযায়ী নবম শ্রেণীতে মাধ্যমিকের রেজিস্ট্রেশন (Madhyamik Registration 2024) করাতে হতো সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অর্থাৎ স্কুল গুলির দায়িত্ব থাকতো ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করানোর। অফলাইনের রেজিস্ট্রেশনের ফর্ম ও ছাত্র-ছাত্রীদের থেকে ফটো নিয়ে ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার দায়িত্ব থাকতো স্কুলগুলির। সে এক দীর্ঘ মেয়াদী পদ্ধতি ছিল সে সময়।বেশ কিছু দিন আগে পর্যন্তও ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদাই উৎসবের মত মেজাজ ছিল মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে ঘিরে। শিয়া আবেগ যারা ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে বর্তমান প্রজন্মে কাছে।

স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প থেকে রেজিস্ট্রেশন ফর্ম (Madhyamik Registration 2024) গুলি সংগ্রহ করতে হতো, তারপর সেগুলিকে ছাত্র ছাত্রীদের দিয়ে সঠিকভাবে পূরণ করানো, রেজিস্ট্রেশন ফি জমা নেওয়া সমস্তটার দায়িত্বই থাকতো স্কুলগুলির। কোন কিছু ভুল ভ্রান্তি হলে তা সংশোধনেরও দায়িত্ব থাকতো স্কুলগুলির। এবার সরাসরি ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে সে কাজ করবার কথা ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলগুলি এই দায়িত্ব থেকে মুক্ত। সবকিছুই কেমন যেন এক নিমেষে হারিয়ে যেতে চলেছে।

Madhyamik Registration 2024-এর অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধা

সরাসরি ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন (Madhyamik Registration 2024) করতে পারবে। অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করার আগে তারা ভালো করে চেক করে নিতে পারবেন যদি কোন ভুল তথ্য দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কারেকশন করারও জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটি ট্রান্সপারেন্ট ভাবে হবে। উচ্চমাধ্যমিক সংশয় ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনেক আগেই শুরু করেছিলেন এবং তাতে যথেষ্ট সফলতা লাভ করেছেন।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তরে কর্মী নিয়োগ। অফলাইনের মাধ্যমে আবেদন।

এবার মধ্যশিক্ষা পর্ষদ ও সেই পথ ই অনুসরণ করল আশা করা যায় তারাও সাফল্য লাভ করবে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কোন রকম কোন অসুবিধা এ বিষয়ে হবে না কারণ সকলেই এখন ইন্টারনেটের সাথে বিশেষভাবে অভ্যস্ত এবং এক্সপার্ট ও বলা চলে। সমস্ত কিছুতেই পুরাতন নিয়ম বদলে লাগছে আধুনিকতার ছোঁয়া। আধুনিকতার ছোঁয়া পেয়ে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবেন তার সময়ই বলবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF

Leave a Comment